banglanewspaper

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে শিল্পকলা একাডেমির পক্ষ থেকে জেলা প্রশাসক ও শিল্পকলা একাডেমির সভাপতি মোঃ খায়রুল আলম সেখকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সংবর্ধনা দেয়া হয়।

পিরোজপুর শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের সহধর্মীনী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোজাম্মেল হোসেন, বাসসের জেলা প্রতিনিধি গৌতম নারায়ন রায় চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার জান্নাতুল ফেরদৌস ও শিল্পকলা একাডেমির সকল শিল্পী ও কলাকৌশলীবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সদস্য রেজা করিম। 

ট্যাগ: Banglanewspaper পিরোজপুর শিল্পকলা একাডেমি জেলা প্রশাসক সংবর্ধনা