banglanewspaper

সপ্তাহের প্রথম দিনে দেশের দুই পুঁজিবাজারে শেয়ারের মূল্য সূচক কমেছে।
রোববার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচকের সঙ্গে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর।

এদিন দুই বাজারেই লেনদেন শুরুর পর কিছুক্ষণ সূচক উর্ধ্বগতিতে থাকলেও একটানা পতনের ধারায় সূচক নেতিবাচক রেখেই লেনদেন শেষ হয়।

দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৩ পয়েন্ট বা প্রায় ৩৭ শতাংশ কমে ৬ হাজার ১৫৯ পয়েন্টে নেমেছে।

পুঁজিবাজার বিশ্লেষণী পোর্টাল স্টক বাংলাদেশের তথ্য অনুযায়ী, রোববার ডিএসইএক্স পতনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বেক্সিমকো ফার্মা, আইসিবি, বিবিএস ক্যাবলস, এসআইবিএল ও এসপিসিএল।

এদিন লেনদেন হওয়া বড় বাজার মূলধনী খাতের মধ্যে দর বাড়ার শীর্ষে রয়েছে সিমেন্ট, টেলিযোগাযোগ এবং খাদ্য ও সহযোগী খাত। এগুলোর দর বেড়েছে যথাক্রমে- ৫ দশমিক ১০ শতাংশ, ১ দশমিক শূন্য ৩ শতাংশ ও শূন্য দশমিক শূন্য ৮ শতাংশ।

ট্যাগ: Banglanewspaper পুঁজিবাজার স্টক এক্সচেঞ্জ