banglanewspaper

বিধু ভূষন দাস বাচ্চু, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের নাট্য চর্চার ইতিহাস সুপ্রাচীন । তারই ধারা বাহিকতা রক্ষা করে চলেছে লক্ষ্মীপুর বাসীর অন্তরের সংগঠন “লক্ষ্মীপুর থিয়েটার”। প্রতি বছর এ সংগঠনটি নাটক মঞ্চস্থ করে থিয়েটার।

শনিবার লক্ষ্মীপুর টাউন  হল রুমে নুতন প্রশিক্ষন প্রাপ্তদের অভিনিত “দহল” নাটক মঞ্চস্থ হয়। এটি লক্ষ্মীপুর থিয়েটারের ৩৩ তম প্রযোজনা। রচনা ও নির্দেশনায় অধ্যক্ষ মাইনউদ্দিন পাঠান। যে কথা বলা হল নাটকে, গ্রামের সহজ সরল ছেলে তারেক শহরে পড়তে আসে ,থাকে দরিদ্র বড় বোনের কাছে। এর মধ্যে বন্ধুত্ব হয় বড় লোকের ছেলে মেয়েদের সাথে। একটা সময় তারেককে খুব কাছের করে ন্যায় মুক্তিযুদ্ধ বিরোধী লোক নেতা কলিম উল্যা। এভাবে নাটক এগোতে থাকে একটা সময় তারেক ক্রস ফায়ারে মারা যায়। নাটকের সমাপ্তি ঘটে।বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দলবদ্ধ হয়ে নাটকটি উপভোগ করেন।

এর আগে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরন করেন লক্ষ্মীপুর খিয়েটারের সিনিয়র সদস্যরা। নাটকটিতে অভিনয় করেছেন শাওন, মাছুম, প্রমি, সায়মা, লিয়ন, রিয়াদ, বাদশা ও বাপ্পী।

ট্যাগ: Banglanewspaper লক্ষ্মীপুর থিয়েটার