banglanewspaper

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় পাহাড় ধসে তিনজন নিহত হয়েছেন। শনিবার বেলা তিনটার দিকে উপজেলার দক্ষিণ রাজানগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন স্থানীয় বাসিন্দা মো. সাকিব (১০) শ্রমিক আমির আলী (৩৭) ও মো. দিদার (৩৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, আমির আলী ও দিদার পাহাড় কাটছিলেন। এ সময় ওপর থেকে পাহাড়ের একটা অংশ ধসে নিচে পড়ে যায়। এসময় আমির, দিদার ও পাশে থাকা শিশু সাকিব তাতে চাপা পড়ে। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, রাজানগরের দুর্গম এলাকায় পাহাড় কাটার সময় পাহাড় ধসে তিন জন নিহত হয়েছেন। ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করেছে। প্রশাসনের লোকজন ঘটনাস্থলে গিয়েছে। নিহতদের বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নেওয়া হচ্ছে।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন কর্মকর্তা আবু বকর ছিদ্দিক বলেন, ‘পাহাড় কাটার সময় শ্রমিকদের উপর হঠাৎ মাটি ধসে পড়ে। এসময় বেশ কয়েকজন মাটি চাপা পড়ে। প্রাথমিকভাবে আমরা নিখোঁজ তিন জনের মরদেহ উদ্ধার করেছি। 

ট্যাগ: Banglanewspaper রাঙ্গুনিয়া পাহাড় ধস নিহত