banglanewspaper

মোঃ নাসির উদ্দিন, নকলা (শেরপুর): শেরপুর জেলার নকলা উপজেলার সদ্য জাতীয়করণকৃত নকলা পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ রবিবার সকাল ১১টায় স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।

নকলা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুকের সভাতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্‌ মোঃ বোরহান উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, অত্র প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষক মজিবর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক ও হাজী জাল মামুদ কলেজের উপাধ্যক্ষ আলতাফ হোসেন, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ সরকার,পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ফিরুজ, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল, যুগ্ম আহবায়ক রেজাউল করিম রিপন প্রমুখ।

অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষায় সফলতার সাথে কৃতিত্ব অর্জন করায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ট্যাগ: Banglanewspaper নকলা পরীক্ষা ফল প্রকাশ