banglanewspaper

টাঙ্গাইল প্রতিনিধি: বাংলাদেশ হেল্থ এসোসিয়েশনের টাঙ্গাইল জেলা শাখার ছয়শতাধিক স্বাস্থ্য সহকারী চারদফা দাবি আদায়ের লক্ষে টাঙ্গাইলে কর্মবিরতি শুরু করেছে।

আজ সোমবার দুপুরে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে জেলার ছয়শতাধিক স্বাস্থ্য সহকারীরা এই কর্মবিরতি শুরু করে। তারা সকাল থেকেই সারা জেলায় ইপিআই টিকাদানসহ সকল কার্যক্রম থেকে বিরত থাকে।

দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্র থেকে একটি বিক্ষোভ র‌্যালি বের করে। পরে তারা স্বাস্থ্য সহকারীদের চার দফা দাবি না মানা পর্যন্ত এই কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষনা দেন।

কর্মবিরতিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ হেল্থ এসোসিয়েশন, টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, রিনা আক্তারসহ অনেকে।

উল্লেখ্য, টেকনিক্যাল পদমর্যাদা সহ বেতনস্কেল, মাঠ ভ্রমন ভাতা ও ঝুঁকি ভাতা মূল বেতনের ৩০ শতাংশ হারে প্রদান, প্রতি ছয় হাজার জনগোষ্ঠির জন্য একজন করে স্বাস্থ্য সহকারী নিয়োগ নিশ্চিত ও ৪০ শতাংশ পোষ্য কোটা প্রবর্তন করা এই চার দফা আদায়ের জন্য বাংলাদেশ হেল্থ এসোসিয়েশন সারা আন্দোলন করে যাচ্ছে।

ট্যাগ: Banglanewspaper টাঙ্গাইল দাবি কর্মবিরতি