banglanewspaper

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে ইয়াবাসহ আহাদ আলী (৩৭) নামে এক কলেজ শিক্ষককে আটক করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের নজিবপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি বড়গাংদিয়া কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক।

দৌলতপুর থানার পুলিশ ও স্থানীয়রা জানায়, মাদক ব্যবসার অভিযোগে নজিবপুর গ্রামে মাদক সম্রাট জামালের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় মাদকসেবনের অভিযোগে কলেজ শিক্ষক আহাদকে ৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। তবে মাদক সম্রাট জামালকে গ্রেপ্তার না করায় এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়।

এ বিষয়ে দৌলতপুর থানার থানার উপ-পরিদর্শক শাহাদত হোসেন জানান, মাদক সেবন ও ব্যবসার অভিযোগে ইয়াবাসহ কলেজ শিক্ষক আহাদ আলীকে আটক করার পর আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগ: Banglanewspaper ইয়াবা কলেজ শিক্ষক আটক