banglanewspaper

শরীফ আনোয়ারুল হাসান (রবিন): মাগুরা শহরের দরিমাগুরা কোকিল কুন্জে গত মঙ্গলবার ও বুধবার রাতে অনুষ্ঠিত হয়েছে সাধু সংঘ,লালন সংগীতের আসর ও স্মারক গ্রন্থ উন্মোচন অনুষ্ঠান।

লালন গবেষক মনোরন্জন সাইজীর চতুর্থ তিরোধান দিবস উপলক্ষে লালন সেবা সংঘ এই সাধু সংঘ ও সংগীতানুষ্ঠানের আয়োজ করে।

দুই দিনের এ  অনুষ্ঠানের শেষ দিন লালন দর্শণের উপর আলোচনায় অংশ নেন-অধ্যক্ষ তপন কুমার বসু, অধ্যাপক গৗতম বসু,  ড. লিটন বরণ শিকদার, সুমন শিকদার প্রমুখ।

আসরে গান পরিবেশন করেন-তমাল তনু বসু, শান্তা রানী, শফি ফকির , দিদার শাহ, খালেক সাইজী প্রেম কুমার প্রমুখ। এর আগে লালন সাইজীর জীবনীর উপর রচিত স্মারক গ্রন্থও মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানে উপস্থিত আলোচকবৃন্দ।  দুই দিনের এ অনুষ্ঠান উপলক্ষে মাগুরাসহ আসপাশের বিভিন্ন জেলা থেকে আসা লালন ভক্তরা উপস্থিত হন। 

ট্যাগ: Banglanewspaper মাগুরা সাধু সংঘ লালন সংগীত আসর