banglanewspaper

জেলা প্রতিনিধি: পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কেন্দ্রীয় সংগঠক মিঠুন চাকমাকে হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে আজ শনিবার সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে।

গতকাল শুক্রবার বিকেলে মিঠুন চাকমার শেষকৃত্য অনুষ্ঠান উপলক্ষে এক শোকসভা থেকে এ অবরোধের ডাক দেয় ইউপিডিএফ।

অবরোধের শুরুতে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লা সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী পরিবহনের সংখ্যা বাড়ছে। অবরোধে চলাকালে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরে অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরাও টহলে রয়েছে। তবে এখন পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনার খবর জানা যায়নি।
 
খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাহউদ্দিন জানান, এখনো জেলার কোথাও কোন ধরণের অপ্রীতিকর পরিস্থিতি ঘটেনি। পুলিশি নিরাপত্তায় ঢাকার নৈশকোচ গুলো জেলা শহরে আনা হয়েছে। সাজেকগামী পর্যটকবাহী পরিবহনগুলোতেও নিরাপত্তা দেয়া হবে।

গেলো ৩ জানুয়ারি খাগড়াছড়ি সদরের স্লুইচ গেইট এলাকায় অস্ত্রধারীরা গুলি করে হত্যা করে ইউপিডিএফ সংগঠক মিঠুন চাকমাকে। গতকাল(শুক্রবার) দুপুরে সাংগঠনিক ভাবে তাকে শেষ শ্রদ্ধা জানাতে মিঠুনের মরদেহে স্বনির্ভর এলাকার অফিসে নিতে চাইলে প্রশাসন তাতে বাধা দেয়। এর প্রতিবাদে শনিবার খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দিয়েছে সংগঠনটি।

শুক্রবার বিকালে খাগড়াছড়ি সদরের বটতলী এলাকার পারিবারিক শ্মশানে সাংগঠনিক ও সর্বস্তরের জনগণের উপস্থিতিতে মিঠুন চাকমার দাহক্রিয়া সম্পন্ন হয়।

ট্যাগ: Banglanewspaper খাগড়াছড়ি ইউপিডিএফ মিঠুন অবরোধ চলছে