banglanewspaper

নিজস্ব প্রতিনিধি : ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’-এর ব্যবসা প্রশাসন বিভাগের উদ্যোগে ‘ভেনচার ক্যাপিটাল ফর এন্টারপ্রিনিয়ারস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার বিশ্ববিদ্যালয়ের মেইন ক্যাম্পাসের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুশফিক মান্নান চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. নুরুল ইসলাম।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. এস. এম. ফেরদৌস আজম, বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড প্রফেশনাল স্টাডিজ অনুষদ, ম্যানেজমেন্ট অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি, মালয়েশিয়া।

এসময় সেমিনারে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগীয় প্রধানগণ এবং ব্যবসা প্রশাসন বিভাগের শিক্ষকগণ এবং শিক্ষার্থীবৃন্দ।

ট্যাগ: Banglanewspaper ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সেমিনার