banglanewspaper

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় রানার বঙ্গবন্ধু গোল্ডকাপ টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে নওগাঁ জেলা ষ্টেডিয়ামে এই টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. আমিনুর রহমান, রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, নওগাঁ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি ও টুর্ণামেন্টের আহবায়ক ইকবাল শাহরিয়ার রাসেল, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ম্যানেজার লে: কর্নেল (অবঃ) আব্দুল লতিফ খাঁন প্রমূখ।

টুর্ণামেন্টে বিভিন্ন জেলার মোট ১৪টি দল অংশ গ্রহন করবে। উদ্বোধনী ম্যাচে নওগাঁ ক্রিকেট উন্নয়ন সংস্থা ও পাবনা রুদ্র ধ্রুব ক্রিকেট ক্লাব অংশ গ্রহন করে। আগামী ২১ জানুয়ারী ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

ট্যাগ: Banglanewspaper নওগাঁ বঙ্গবন্ধু গোল্ডকাপ