banglanewspaper

এস. এম আশরাফুল হক রুবেল, কুড়িগ্রাম: কুড়িগ্রামে দি মেডিকোলিগ্যাল সোসাইটি অব বাংলাদেশের শীতবস্ত্র বিতরণ এবং দরিদ্র শীতার্তদেরকে বিনামূল্যে  চিকিৎসা সেবা প্রদান করে।

জেলার কৃতি সন্তান সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক নুরুল গণি’র বিশেষ উদ্যোগে সোমবার সকালে পৌরসভার খলিলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, হলোখানা ইউনিয়নের শিশুকিশোর গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার কালিরহাট বাজারে প্রায় ৩ শতাধিক শীতার্তকে কম্বল এবং ৫শতাধিক মানুষকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ এসএম আমিনুল ইসলাম। বিশেস অতিথি ছিলেন ঢাকা মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান অধ্যাপক সোহেল মাহমুদ।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিবার-পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ নজরুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডাঃ রেজিনা খাতুন, ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক ডাঃ উৎপল কুমার বিশ্বাস, ডাঃ কেএন মঈন উদ্দিন, ডাঃ আরাফাতুল উসমানী (মেজর), ডাঃ আরিফুজ্জামান চৌধুরী, ডাঃ রাতুল, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. আহসান হাবীব নীলু প্রমুখ।
 

ট্যাগ: banglanewspaper শীতবন্ত্র বিতরণ কুড়িগ্রাম