banglanewspaper

গোপাল অধিকারী, ঈশ্বরদী (পাবনা): পাবনার নবাগত জেলা প্রশাসকের সাথে ঈশ্বরদী উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনাতনে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার নাছরিত আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় ও পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসিম উদ্দিন। এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু। মতবিনিময় অনুষ্ঠানে ঈশ্বরদীর কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, সমাজসেবা, মৎস্য, আইন-শৃংখলা, মাদক, জননিরাপত্তা, বিমান বন্দর চালু সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এসময় বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান মাহমুদা বেগম, ইউপ চেয়ারম্যান আনিসুর রহমান রীফ, এমদাদুল হক রানা সরদার, বকুল সরদার, প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আক্তার, প্রাথমিক শিক্ষা অফিসার কানিজ ফাতেমা, স্বাস্থ্য কর্মকর্তা ডা: আসমা খান, থানার অফিসার ইনচাজ আজিম উদ্দিন, দুনীতি প্রতিরোধ কমিটির সভাপতি শহীদুল হক শাহীন, কর্মকর্তা উজ্জল হোসেন, সাংবাদিক টিপু সুলতান প্রমূখ।
 

ট্যাগ: banglanewspaper পাবনা জেলা প্রশাসক