banglanewspaper

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে সম্মানসূচক ডিলিট উপাধিতে ভূষিত করতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ৫২৩তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. কামরুল হুদা।

জানা গেছে, আগামী ১৬ জানুয়ারি বাংলাদেশে আসবেন প্রণব মুখার্জি। এদিন বেলা ১২টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবস্থান করবেন তিনি। এসময় তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্ধারিত অনুষ্ঠানে অংশ নেয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে মধ্যাহ্নভোজ করবেন। এছাড়া সূর্যসেন ও প্রীতিলতা হল পরিদর্শনের কথা রয়েছে তার।

এদিকে ভারতের সাবেক রাষ্ট্রপতিকে সার্বিক নিরাপত্তা প্রদানের লক্ষ্যে ১১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হবে। কোন ক্যাটাগরিতে প্রণব মুখার্জিকে নিরাপত্তা দেয়া হবে তা ওই সভাতেই নির্ধারণ করা হবে।

ট্যাগ: Banglanewspaper চবি প্রণব মুখার্জি