banglanewspaper

এস. এম. আশরাফুল হক রুবেল, কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নে প্রতিবন্ধী, বন্যায় ক্ষতিগ্রস্থ ও দুঃস্থ অসহায় ৭ শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড।

মঙ্গলবার দুপুরে উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়ন পরিষদ মাঠে কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন রংপুর কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেট এর কমিশনার মোহাম্মদ আহসানুল হক, যুগ্ম কমিশনার মোঃ ফজলুল হক, সহকারী কমিশনার রেজভী আহমেদ, কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট বিভাগ কুড়িগ্রামের সহকারী কমিশনার সুশান্ত পাল, রাজস্বকর্মকর্তা মোঃ আইয়ুব, মোঃ ফরিদুল আলম ও হাতিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিএম আবুল হোসেন প্রমুখ।
 

ট্যাগ: Banglanewspaper কুড়িগ্রাম অসহায় জাতীয় রাজস্ব বোর্ড শীতবস্ত্র