banglanewspaper

শরীফ আনোয়ারুল হাসান (রবিন): চাকরী জাতীয়করণের দাবীতে মঙ্গলবার মিছিল, সমাবেশ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ শিক্ষক মাগুরা সদর উপজেলা কমিটি।

সকাল সাড়ে ১১ টায় সদরের বিভিন্ন বে-সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শহরে মিছিল বের করেন। পরে তারা প্রেসক্লাবের সামনে মানববন্ধনে মিলিত হন। মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে শিক্ষক নেতৃবৃন্দর মধ্যে বক্তব্য রাখেন-আমিরুল ইসলাম নিলু, কাজী ওয়াহেদ, সামছুজ্জামান, সিরাজুল ইসলাম, আমিনুল ইসলাম প্রমুখ।

বক্তারা-অবিলম্বে সকল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরী জাতীয় করনের জোর দাবী জানান। সমাবেশ শেষে উপজেলা নির্বাহী অফিসারের কাছে তাদের এ দাবী সম্বলিত স্মারকলিপি পেশ করেন শিক্ষকরা।

ট্যাগ: Banglanewspaper মাগুরা শিক্ষক মিছিল স্মারকলিপি প্রদান