banglanewspaper

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা প্রদেশে ভারী বৃষ্টিপাত ও ভুমিধসে ৮ জন নিহত হয়েছেন। এছাড়াও ২৫ জন গুরুতর আহত হয়েছেন। উদ্ধারকর্মীদের বরাত দিয়ে মঙ্গলবার খবরটি জানায় যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এবিসি নিউজ।

সান্তা বারবারার অগ্নি বিভাগের মুখপাত্র মাইক এলিয়াসন জানান, এই ভারী বৃষ্টিপাতের থেকে বন্যার সৃষ্টি হয় । পাশাপাশি ভুমিধসের কারণে স্থানীয় বাসিন্দারা নিহত হয়। স্থানীয় সময় সকাল ২টা ৩০ এর আশেপাশে এই ঘটনাটি ঘটে।

তিনি আরও জানান, এই জায়গার পরিস্থিতি আরও খারাপ হতে পারে। জানা গেছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। সান্তা বারবারার আশেপাশের এলাকাগুলোতে আগুন লেগেছে। স্থানীয় এলাকাগুলোতে দমকলকর্মীরা তাড়াতাড়ি পৌঁছেছে এবং আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে।

দমকলকর্মীরা ১৪ বছর বয়সী এক মেয়েকে উদ্ধার করেছে। ভুমিধসে মেয়েটি চাপা পড়েছিল বলে জানিয়েছে লস এঞ্জেলেস টাইমস।ভুমিধসে এবং বন্যায় অনেক বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

ট্যাগ: Banglanewspaper দক্ষিণ ক্যালিফোর্নিয়া ভুমিধস