banglanewspaper

বিনোদন ডেস্ক : সাদা-কালো বোরকায় ঢাকা ৭০ নারীর মুখ। তাদের মাঝে একমাত্র মুখ খোলা অবস্থায় দাঁড়িয়ে পূজা। তার চোখে ঝরছে অশ্রু। পাশেই দাঁড়িয়ে সিয়াম। অবাক দৃষ্টিতে তাকিয়ে তিনি। ভিন্ন রকম এই দৃশ্যের দেখা মিললো ‘পোড়ামন ২’ ছবির পোস্টারে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) জাজ মাল্টিমিডিয়ার ফেসবুকে প্রকাশ হয়েছে ছবিটির ফার্স্ট লুক পোস্টারটি।

মুক্তির আগেই নানা কারণে আলোচিত ছবি ‘পোড়ামন ২’। এই ছবির মাধ্যমে প্রথমবার বড়পর্দায় অভিনয় করছেন সিয়াম আহমেদ। তার বিপরীতে আছেন পূজা চেরি।

গেল সেপ্টেম্বর মাসের শেষে ‘পোড়ামন ২’ ছবির শুটিং হয় মেহেরপুর জেলায়। টানা শুটিং এর মাধ্যমে ছবি কাজ শেষ হয়। বাকি আছে তিনটি গানের শুটিং। জানা গেছে, শিগগির বাকি গানগুলো শুটিং শেষ হবে।

সিয়াম-পূজা ছাড়াও ‘পোড়ামন ২’ ছবিতে অভিনয় করছেন বাপ্পারাজ, ফজলুর রহমান বাবু, সাঈদ বাবু প্রমুখ।

ট্যাগ: Banglanewspaper পোড়ামন ২ সিয়াম পূজা