banglanewspaper

এস,এম,আশরাফুল হক রুবেল কুড়িগ্রাম: কুড়িগ্রামে নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার জেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্য্যালয় চত্বরে আনুষ্ঠানিক ভাবে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যাদান , মিলাদ মাহফিল, বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সকালে ঘোষপাড়া থেকে র‌্যালীটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে দলীয় কার্য্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাফর আলী, আওয়ামীলীগ নেতা এ্যাডভোকেট আব্রাহাম লিংকন, সাবেক পৌর চেয়ারম্যান কাজিউল ইসলাম, সাঈদ হাসান লোবান প্রমূখ।

বক্তারা আগামী নির্বাচনের জন্য সকল নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

ট্যাগ: Banglanewspaper কুড়িগ্রাম বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন