banglanewspaper

মোস্তফা ইমরান রাজু, মালয়েশিয়া: জাতীয় শ্রমিকলীগ মালয়েশিয়ার সভাপতি, বিশিষ্ট ব্যাবাসায়ী নাজমুল ইসলাম বাবুলের জন্মদিন পালন করেছে প্রবাসী বাংলাদেশীরা। মঙ্গলবার রাজধানী কুয়ালালামপুরের অদুরে তামিং জায়ার এ অনুষ্ঠানে বিভিন্নস্তরের প্রবাসী বাংলাদেশীরা ‍উপস্থিত ছিলেন। 

ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, জননন্দিত নাজমুল ইসলাম বাবুল প্রায় দুই যুগ ধরে মালয়েশিয়ায় বসবাস করছেন। শ্রমিক বান্ধব এ নেতা সকল শ্রেনীর প্রবাসী বাংলাদেশীদের কাছে প্রিয় মুখ। মঙ্গলবার রাতে প্রিয় এই মানুষটির জন্মদিন পালন অনুষ্ঠানে তাই ছুটে যান প্রবাসীরা। 

অনুষ্ঠানে জাতীয় শ্রমিকলীগ মালয়েশিয়া শাখার সহ-সভাপতি শাহ আলম হাওলাদার, প্রচার সম্পাদক মহিউদ্দিন ইমন, আলম, সেলিম, রিপন, নয়ন, হানিফ, জাকির, রশিদ, পলিনসহ অনেকে উপস্থিত ছিলেন।

এসময় অতিতের মতো ভবিষ্যতেও প্রবাসী বাংলাদেশীদের পাশে থেকে কাজ করার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন নাজমুল ইসলাম বাবুল।

একই সঙ্গে জন্মদিনে সামাাজিক যোগাযোগর মাধ্যমে, ফোনে ও এসএমএস এর মাধ্যমে যারা শুভেচ্ছা জানিয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানান তিনি।

ট্যাগ: Banglanewspaper জন্মদিন মালয়েশিয়া