banglanewspaper

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নবাগত জেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী বলেছেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সব ধরনের  সহযোগিতা করা হবে। পিরোজপুরের উন্নয়নের জন্য লেখনীর  মাধ্যমে সংবাদকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি।  

বুধবার পিরোজপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় তিনি একথা বলেন। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কাজী তোফায়েল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) এস এম সোহরাব হোসেন, মত বিনিময় সভায় এছাড়াও বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহমুদ হোসেন, বাংলাদেশ সংবাদ সংস্থার জেলা প্রতিনিধি গৌতম চৌধুরী, ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মুনিরুজ্জামান নাসিম, অবজারভারের জেলা প্রতিনিধি জিয়াউল আহসান, পিরোজপুর বানীর প্রকাশক ও সম্পাদক এ কে আজাদ, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, যায় যায় দিন প্রতিনিধি জহিরুল হক টিটু, আমাদের অর্থনীতির প্রতিনিধি খেলাফত হোসেন খসরু, ইনডিপেনডেন্ট প্রতিনিধি মো: তামিম সরদার।

সাংবাদিকরা এ সময় পিরোজপুর বরিশাল সড়কের নির্মনাধীন কঁচা নদীর উপরে অস্টম চীন মৈত্রী সেতু মুক্তিযুদ্ধে নবম সেক্টরের সাব সেক্টর কমান্ডার সদ্য প্রয়াত মেজর (অবঃ) জিয়াউদ্দিনের নামে নাম করন ও  পিরোজপুরে একটি গ্রীড সাব ষ্টেশন করার দাবী জানালে তিনি তার জবাবে বলেন, এ বিষয়ে আমার চেষ্টা অব্যাহত থাকবে।

ট্যাগ: Banglanewspaper পিরোজপুর সাংবাদিক জেলা প্রশাসক