banglanewspaper

শাহেদুল ইসলাম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে এক যৌথ আনন্দ র‌্যালি বের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শাখা ছাত্রলীগ।

বুধবার সকাল সাড়ে ১০ টায় র‌্যালিটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে শুরু বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে “মৃত্যুঞ্জয়ী মুজিব” পুষ্পস্তবক অর্পণ করেন।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা’র উপস্থিতিতে এ আনন্দ র‌্যালিতে অংশগ্রহন করেন রেজিস্ট্রার (ভার:) এস এম আব্দুল লতিফ, বিভিন্ন অনুষদীয় ডিন, বিভিন্ন হল প্রভোস্ট, বিভাগীয় প্রধান, প্রক্টর প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান, বিভিন্ন অফিস প্রধানসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। পরে “মৃত্যুঞ্জয়ী মুজিব” মুর‌্যালে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুস্পার্ঘ্য অর্পন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী।

এসময় তাঁর সাথে ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা ও রেজিস্ট্রার (ভার:) এস এম আব্দুল লতিফ।

এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শাহিনুর রহমান শাহিন ও সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের নেতৃত্বে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে পুষ্প স্তবক অর্পণ করা হয়। 

পরে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ট্যাগ: Banglanewspaper ইবি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন