banglanewspaper

শরীফ আনোয়ারুল হাসান (রবিন): মাগুরায় মহম্মদপুর উপজেলার বরুলিয়া গ্রামে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্প্রতিবার দুপুর ১ টায় এ প্রতিয়োগিতা শুরু হয়ে চলে বিকাল ৫টা পর্যন্ত।

এবার প্রতিযোগিতায় জাংগালিয়া, চরপাড়া, বরুলিয়া, ধুমাইল, আউনড়াসহ পার্শবর্তি জেলা থেকে প্রায় ৩৬টি ঘোড়া অংশ নেয়।

এসব ঘোড়ার বাহুবলি,চিতা,বাংলার নবাব নানা নাম রয়েছে। এহম্মদপুর উপজেলার বরুলিয়া গ্রাম থেকে আগত ঘোড়ার সওয়ার কাশেম হোসেন বলেন, এই ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে খুব ভাল লাগে, সবাই চারি দিকে উৎসাহ দেয়, দেখে খুব আনন্দ লাগে আমার।

আয়োজক কমিটির পরিচালক মিজান শিকদার বলেন, ঘোড়দৌড় প্রতিযোগিতা হচ্ছে গ্রামবাংলার একটি ঐতিহ্যবাহি খেলা। এ বরুলিয়ার গ্রামে শত বছরের বেশি সময় ধরে এ ঘোড়দৌড় প্রতিযোগিতা হচ্ছে। তিনি আরো বলেন এই মেলা উপলক্ষ করে বিভিন্ন জেলা থেকে হাজার হাজার নারী পুরুষ তীব্র শীত ও কুয়াশা মুড়ি দিয়ে ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে আসছে।

ট্যাগ: Banglanewspaper মহম্মদপুর ঐতিহ্যবাহী ঘোড়দৌড়