banglanewspaper

খোকসা প্রতিনিধি: বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন গাঁথা সম্বলিত ৩য় বারের মতো খোকসার উন্নয়ন মেলার প্রথম দিনে বরাদ্দ থাকলেও পল্লী বিদ্যুৎ সমিতি কোন স্টল না দিলে স্থানীয় সংবাদকর্মীদের সচেতনতায় ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে ২য় দিনে অবশেষে স্টল দিয়েছে।

অবশেষে আজ শুক্রবার সকালে মেলা চত্বরে সকালে অনেকটাই চুপিসারে খোকসা পল্লীবিদ্যুতের স্টল বসিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতির খোকসার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।

এ বিষয়ে জানতে চাইলে লাইনম্যান মানিক জানান, উপজেলা অফিসের চাপে আজ শুক্রবার সকালে তড়িঘরি করে স্টল দেওয়া হলো।

তবে উপজেলা প্রশাসন থেকে নির্দেশনা দেয়া হলেও এখনও উপজেলার কোন কলেজই মেলায় কোন স্টল দেয়নি। মেলায় বিটিসিএল, রেন্টও স্টল দেয়নি।

এদিকে শুক্রবার সকাল থেকে তীব্র শীত ও শৈত্য প্রবাহ উপেক্ষা করে শত শত মানুষ মেলা প্রাঙ্গনে আসছে।
সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম এবারের উন্নয়ন মেলায় স্থান পেয়েছে।

ট্যাগ: Banglanewspaper খোকসা কুষ্টিয়া উন্নয়ন মেলা পল্লী বিদ্যুৎ সমিতি