banglanewspaper

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: বাংলাদেশ বিজ্ঞান একাডেমির আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১২ জানুয়ারি ২০১৮ সকাল ৯টা থেকে দিনব্যাপী বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। উক্ত অলিম্পিয়াডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন।

এ প্রতিযোগিতায় গোপালগঞ্জ ও বাগেরহাটের  ৩০ টি স্কুল ও কলেজের এসএসসি এবং এইচএসসির প্রায় ২০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

উক্ত বিজ্ঞান অলিম্পিয়াডে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শাহজাহান, বাংলাদেশ বিজ্ঞান একাডেমির প্রতিনিধি প্রফেসর ড. মোঃ মেজবাহ উদ্দিন, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের ব্যাবস্থাপক রিদওয়ানুল হাসান, ইলেক্ট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন বিভাগের সহকারি অধ্যাপক ড. মোছাঃ হালিমা খাতুন প্রমুখ।

পরে প্রধান অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন ২৩জন শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেন।

ট্যাগ: Banglanewspaper বশেমুরবিপ্রবি বিজ্ঞান অলিম্পিয়াড