banglanewspaper

নিজস্ব প্রতিবেদক: আজ বাংলাদেশ ব্যাংকের অধিনে সমন্বিত ৮ ব্যাংকের পরীক্ষা অনুষ্ঠিনে মিরপুর ১ নম্বের অবস্থিত হযরত শাহ আলী মহিলা কলেজে গোলোযোগ বেঁধে যায়। সেখানে ৮ হাজার শিক্ষার্থীর পরীক্ষা দেওয়ার কথা ছিল।  

ভাঙচুর চালায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা
 

জানা গেছে, এই ৮ হাজার শিক্ষার্থীকে বসানো পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। সেখানে প্রতি বেঞ্চ ৫-৬ করে পরীক্ষার্থী বসানো হয়। অনেকের বসারই আসন ছিল না। যারা কোনমতে বসেছেন তারা এক কম জায়গায় পরীক্ষা দিতে পারছিলেন না। অনেকে পরীক্ষা দিতে লাইব্রেরি চলে যান। সেখানেও আসন মেলেনি। এই অবস্থায় পরীক্ষা দেওয়া যায় না, ক্রমেই ক্ষোভ দানা বাঁধতে থাকে শিক্ষার্থীদের মনে। প্রতিবাদী হয়ে ওঠেন তারা। ভাঙচুর শুরু করেন কলেজে। এক পর্যায়ে অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পরীক্ষা স্থগিত করা হয়।

পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শাহআলী মার্কেট এলাকায় অবস্থান নেন। এখান এলাকাটি রীতিমতো অবরুদ্ধ হয়ে রয়েছে। 

ট্যাগ: Banglanewspaper সমন্বিত ৮ ব্যাংকের পরীক্ষা