banglanewspaper

খোরশেদ আলম, আশুলিয়া: আশু‌লিয়ায় এসএস‌সি পরীক্ষার্থ‌ী শিলা আত্মহত্যা প্ররাচণা মামলার অন্যতম আসামী জাফরকে গ্রেফতার ক‌রে‌ছে ডি‌বি পু‌লিশ।

বৃহস্প‌তিবার সন্ধ্যা ছয়টার দি‌কে পটুয়াখালী জেলার মৃধানগর এলাকা থে‌কে তা‌কে গ্রেফতার করা হয়। গ্রেফতার জাফর আশু‌লিয়ার শিমু‌লিয়া ইউ‌নিয়‌নের কান্ডাপাড়া এলাকার সাত্তার হো‌সেনের ছে‌লে।

ঢাকা জেলা গো‌য়েন্দা পু‌লিশ উত্ত‌রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সা‌য়েদ জানান, আশু‌লিয়ায় এক শিক্ষার্থী আত্মহত্যা প্ররাচনা মামলা ডি‌বি পু‌লি‌শের কা‌ছে হস্তান্তর করা হয়। এর পর থে‌কে আসামীরা পলাতক ছিল।

ত‌বে প্রযু‌ক্তি সহ‌যো‌গিতায় জাফ‌রের অবস্থান পটুয়াখালী নি‌শ্চিত হ‌লে এক‌টি টীম অ‌ভিযান চা‌লি‌য়ে তা‌কে গ্রেফতার ক‌রে। বর্তমা‌নে তা‌কে সাভার নি‌য়ে আসার প্র‌ক্রিয়া চল‌ছে।

উ‌ল্লেখ্য গত ১০ অ‌ক্টোবর স্কুল থে‌কে বা‌ড়ি ফেরার প‌থে জাফর ও খোকন শিলা‌কে উত্যক্ত ক‌রে। প‌রে অপমান সই‌তে না পে‌রে গলায় ফাস লা‌গি‌য়ে আত্মহত্যা ক‌রে। মৃত্যুর আ‌গে দুই উত্যক্তকারী জাফর ও খোকন‌কে আত্মহত্যার জন্য দায়ী ক‌রে চিরকুট লে‌খে যায়। এরপর থে‌কে ওই দুজন পলাতক থা‌কে।

ট্যাগ: Banglanewspaper আশু‌লিয়া গ্রেফতার