banglanewspaper

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ‘দালাল’ বললেন বিএনপির আরেক নেতা রুহুল কবির রিজভী। ঘটনাটি বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। 

সংসদে প্রধানমন্ত্রী জিয়া পরিবারের দুর্নীতির বিশদ বিবরণ দিয়েছেন গত বুধবার। তার প্রতিবাদ জানাতে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে সংবাদ সম্মেলন ডেকেছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলা ইনসাইডারের খবরে এমনটি বলা হয়।

আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আগে, বিএনপি মহাসবিচবকে একটি লিখিত বক্তব্য তুলে দেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মির্জা ফখরুল দেখলেন, লিখিত বক্তব্যের ভাষা আক্রমণাত্মক। সেখানে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনার পাশাপাশি প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ করা হয়েছে। 

লিখিত কাগজটি পড়ে মির্জা ফখরুল তা রিজভীকে ফেরত দেন। মির্জা ফখরুল বলেন, ‘এটা আমার ভাষা নয়, তাছাড়া সরকারের দুর্নীতি নিয়ে কথা বলার জন্য এই সংবাদ সম্মেলন নয়’। রিজভী তখন উত্তেজিত হয়ে বলেন, ‘আপনি ভয় পান?’ মির্জা ফখরুল বলেন, ‘ভয় পাবো কেন, এটা রাজনীতির ভাষা না, রাজনীতিতে শালীনতা বলে একটা বিষয় আছে’।

তিনি বলেন, ‘এটা আমার রুচির সঙ্গে মেলে না।’ রিজভী তখন বেশ উত্তেজিত হয়ে বলেন, ‘আপনি আমাকে রুচি শেখান। বিএনপিতে আমার চেয়ে লেখাপড়া জানা কেউ আছে? দালালরা আওয়ামী লীগের সমালোচনা করতে ভয় পায়?’ মির্জা ফখরুল রিজভীর আচরণে বিস্মিত হয়ে বলেন, ‘আপনি কি বলছেন?’ রুহুল কবির রিজভী তখন আরও উত্তেজিত হয়ে বলেন, ‘আমি বলছি আপনি সরকারের দালাল।’ মির্জা ফখরুল এসময় একটু রাগান্বিত হন। উপস্থিত নেতৃবৃন্দের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হলে বিএনপি মহাসচিব প্রেস কনফারেন্স করেন।

ট্যাগ: Banglanewspaper ফখরুল দালাল রিজভী