banglanewspaper

আন্তর্জাতিক ডেস্ক: শুধুমাত্র নারীদের জন্য একটি গাড়ির শোরুম-এর উদ্বোধন করেছে সৌদি আরবের একটি বেসরকারি প্রতিষ্ঠান। আর মাত্র ৫ মাস, তারপরই সৌদি নারীরা গাড়ি চালানোর সরকারি অনুমোদন পাচ্ছেন। তার আগেই নিজেদের পছন্দের গাড়িটি কিনে নেওয়ার জন্য এই ব্যবস্থা করেছে সৌদির ওই প্রতিষ্ঠান।

পশ্চিম লোহিত সাগরের তীরে অবস্থিত বন্দরনগরী জেদ্দায় এই গাড়ির শোরুমটিতে নারী ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় লক্ষণীয়।

উল্লেখ্য, গত বছর সৌদির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এক ঐতিহাসিক আদেশে সৌদি নারীদের গাড়ি চালানোর অনুমতি প্রদান করেন। এই আদেশকে যুগান্তকারী ও সময়োপযোগী আখ্যা দিয়েছেন বিশ্লেষকরা।

শোরুমটিতে রয়েছে নানারকম, নানা রং, দাম আর ব্র্যান্ডের গাড়ির পসরা। আর এ শোরুমটিতে কর্মরত সবাই নারী। গাড়ি ক্রয়ের বিষয়ে ব্যাঙ্ক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সাথে ক্রেতাদের বেশ কয়েকরকম চুক্তির বিষয়েও সহযোগিতা করছে এই প্রতিষ্ঠানটি। এই বেসরকারি প্রতিষ্ঠানটি শুধুমাত্র নারীদের জন্য সৌদির অন্য শহরগুলোতে এমন আরো কিছু শোরুম স্থাপনের চিন্তা-ভাবনাও করছে।

ট্যাগ: Banglanewspaper সৌদি আরব গাড়ি