banglanewspaper

বাংলাদেশে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের পরই টাইগারদের সাথে দুই ম্যাচের টেস্ট সিরিজও খেলবে শ্রীলঙ্কা। এই দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের শ্রীলঙ্কা দল ঘোষণা করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড।

তবে লঙ্কানদের টেস্ট দলে আসছে পরিবর্তন।টেস্টে দলে কাপ্তান হিসেবে দীনেশ চান্দিমাল থাকবেন। তবে চমক হিসেবে দলটির সহ অধিনায়ক করা হয়েছে সুরাঙ্গা লাকমলকে।

অন্যদিকে কুশাল মেন্ডিস ভারত সিরিজে না থাকলেওে আছেন বাংলাদেশ সিরিজে। পাশাপাশি টেস্ট দলে ডাক পেয়েছেন ২৪ বছর বয়সী অফ স্পিনার আকিলা ধনঞ্জয়া।

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট সিরিজ শুরু হবে ৩১ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সিরিজের দ্বিতীয় টেস্ট হবে ঢাকায়। ৮ ফেব্রুয়ারি শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াডঃ দীনেশ চান্দিমাল (অধিনায়ক), দিমুথ করুনারত্নে, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, দানুষ্কা গুণথিলাকা, আকিলা ধনঞ্জয়া,সুরাঙ্গা লাকমল, কুশল মেন্ডিস, ধনঞ্জয় ডি সিলভা, নিরোশন ডিকওয়েলা, রোশান সিলভা, দিলরুয়ান পেরেরা,রঙ্গনা হেরাথ,  দুষ্মন্ত চামিরা, লাহিরু গ্যামেজ, লাহিরু কুমারা।

ট্যাগ: Banglanewspaper বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট দল ঘোষণা