banglanewspaper

সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ পুনর্বাসন এলাকায় বিষাক্ত মদপান করে যুবলীগ নেতাসহ দুজন মারা গেছেন। এরা দুজনই ওই এলাকায় তাঁতের শাড়িসহ বিভিন্ন মালামাল ট্রাকে ওঠানো-নামানোর শ্রমিক হিসেবে কাজ করেন।

শনিবার দুপুরে সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলম শেখ ও শুক্রবার রাতে রমজান আলী নামের শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় আরো ৩ শ্রমিক অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন বলে জানা গেছে।

মৃত ব্যক্তিরা হলেন, সদর উপজেলার সয়দাবাদ পুনর্বাসন এলাকার বাসিন্দা সয়দাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আলম শেখ (৪২) ও বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের মকিমপুর কোনাবাড়ি এলাকার বাসিন্দা রমজান আলী (৪৫)।

এ ঘটনায় অসুস্থ শ্রমিক সেরাজ, বাদশা ও আলম জেলার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।

সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ মন্ডল জানান, গত বৃহস্পতিবার রাতে রমজান আলী ও আলমসহ পাঁচ লোড-আনলোড শ্রমিক মদপান করেন। শুক্রবার সকালে সবাই অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাঁদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। এঁদের মধ্যে রমজান আলী সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যান এবং শনিবার দুপুরের দিকে একই হাসপাতালে আলম শেখ মারা যান।

ট্যাগ: Banglanewspaper বিষাক্ত মদ