banglanewspaper

বশেমুরবিপ্রবি প্রতিনিধি : জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ২০১৭-২০১৮ চূড়ান্তভাবে ফেলোশিপ ভাতায় (৫৪,০০০ টাকা) সুপারিশকৃত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালেয়র (বশেমুরবিপ্রবি) গনিত বিভাগের এন এইচ এম শাহিন, মোঃ তুষার মোল্লা, মোঃ নাহিদুল ইসলামসহ ফলিত পদার্থ বিদ্যা ইলেক্ট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের তিন জন এবং ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ২ জন ছাত্র।

গত ১০ জানুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়ের ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে নাম প্রকাশ করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয় এমএস ছাত্র-ছাত্রী/গবেষকদের গবেষণা কর্মের জন্য প্রতি বছরই নগদ অর্থ প্রদান করে আসছে।

এর আগে, স্নাতক পর্যায়ে জাতীয় গনিত অলিম্পিয়াডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালেয়র গনিত বিভাগের ছাত্র এন এইচ এম শাহিন এবং মোঃ তুষার মোল্লা তাদের অসাধারন মেধার বিকাশ ঘটিয়েছিলেন, পেয়েছিলেন খুলনা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মাননা ক্রেস্ট।

ট্যাগ: Banglanewspaper বশেমুরবিপ্রবি শিক্ষার্থী