banglanewspaper

গতকাল মঙ্গলবার গণভবনে ভেতরে ডিএনসিসি উপ-নির্বাচনে দলীয় প্রার্থী বেছে নিতে বসা আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা চলাকালীন সময়ে দলের অন্যতন জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন মেয়র পদে নৌকা প্রতীক নিয়ে লড়তে প্রত্যাখ্যাত হওয়া আদম তমিজি হক।

মঙ্গলবার রাতে ডিএনসিসি উপ-নির্বাচনে প্রার্থী চূড়ান্তে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বসে মনোনয়ন বোর্ডের সভা।

সভায় আতিকুল ইসলামকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করার পরপরই সেখান থেকে বেরিয়ে যেতে চান তমিজি। এসময় তাকে বসতে বলেন তোফায়েল আহমেদ। সে সময় তোফায়েল আহমেদের সাথে খারাপ আচরণ করেন তমিজি। ক্ষুব্ধ হয়ে তোফায়েল আহমেদ তাকে (তমিজি) উদ্দেশে করে বলেন, এই লোককে গণভবনে ঢুকতে দিয়েছে কে? সে মেয়র তো দূরের কথা, আ'লীগের তৃণমূলের কর্মী হওয়ারও যোগ্য না।

গণমাধ্যমকে বিষয়টি জানান সভায় অংশগ্রহনকারী মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়া অন্য প্রার্থীরা।

ট্যাগ: Banglanewspaper তমিজি ডিএনসিসি গণভবন