banglanewspaper

বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ হবে ২০১৭ সালের ডিসেম্বরে।বৃহস্পতিবার এক চুক্তি বাংলাদেশের এই প্রথম স্যাটেলাইটটির উৎক্ষেপণের সময় নির্দিষ্ট করে দিয়েছে।

স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য অরবিটাল স্লট (১১৯ দশমিক ১ পূর্ব দ্রাঘিমাংশ) লিজ সংগ্রহের লক্ষে বাংলাদেশ টেলিযোগাযোগনিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর সঙ্গে ইন্টারস্পুটনিক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব স্পেস কমিউনিকেশনের এই চুক্তি স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে চলাচলের কক্ষপথ পায় বঙ্গবন্ধু স্যাটেলাইট\' ১।

বৃহস্পতিবার বিকেলে বিটিআরসি সম্মেলন কক্ষে এ চুক্তি হয়।

বিটিআরসির কমিশনার ও বঙ্গবন্ধু স্যাটেলাইট\' প্রকল্প বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এটিএম মনিরুল আলম এবং ইন্টারস্পুটনিক ইন্টারন্যাশনালের মহাপরিচালক ভাদাম ই বেলোভ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

ট্যাগ: