banglanewspaper

হুমায়ুন কবির, কুমারখালী প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পুনর্বাসিত ব্যাক্তিদের মাঝে উপজেলা পরিষদের পক্ষ থেকে শীতবস্ত্র ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এসব ব্যাক্তিরা এক সময় ভিক্ষা বৃত্তির সাথে জড়িত ছিলেন।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা মিলনায়তন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিনুজ্জামানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক মো. জহির রায়হান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান খান। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় থেকে ৩০০ জন পুনর্বাসিত ভিক্ষুকদের কে কম্বল ও শুকনো খাবার বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কুমারখালী পৌর প্যানেল মেয়র এসএম রফিকুল ইসলাম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল ইসলামসহ স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যানরা।

ট্যাগ: Banglanewspaper কুমারখালী পুনর্বাসিত শীতবস্ত্র জেলা প্রশাসক