banglanewspaper

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংলগ্ন এলাকার অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবন সংলগ্ন মাঠে শীতবস্ত্র বিতরণ করা হয়।

বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর, কাজলা, মেহেরচন্ডি ও বুধপাড়া এলাকার একশো শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেন সমিতির নেতৃবৃন্দ।

এ সময় রাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ‘এটি একটি জনসেবামূলক কার্যক্রম। আমাদের সকলের উচিত গরীব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানো। শিক্ষক সমিতির উদ্যোগে শীতার্তদের মাঝে গত মঙ্গলবার নওগাঁর মান্দায় ১শ ও রাবিতে ১শ কম্বল বিতরণ করা হলো। সেইসঙ্গে আগামী রোববার পঞ্চগড়ে ৩শ কম্বল বিতরণ করা হবে।’

শীতবস্ত্র বিতরণকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রুহুল আমিন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সমিতির সদস্য অধ্যাপক লুৎফর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুল গণি, সদস্য সহযোগী অধ্যাপক নুরে আলম সিদ্দিকী প্রমুখ।

ট্যাগ: Banglanewspaper রাবি শিক্ষক সমিতি শীতবস্ত্র বিতরণ