banglanewspaper

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সব সময় বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকতে চান। এবারও তাকে ঘিরে নতুন বির্তকের জন্ম নিয়েছে। প্রেসিডেন্ট নির্বাচিত হবার আগেও যেমন বিতর্কিত ছিলেন তেমনি নির্বাচিত হওয়ার পরেও সেটা আরও বহু গুণ বেড়ে গেছে।
 
সম্প্রতি তার সঙ্গে সাবেক এক পর্নস্টারের যৌন সম্পর্কের কথা প্রকাশ্যে এসেছে। শুধু তাই নয়, প্রেসিডেন্ট নির্বাচনের আগে ওই পর্নস্টারের মুখ বন্ধ করতে কোটি টাকাও দিয়েছেন এ মার্কিন ধনকুবের। কিন্তু জানেন কি তার গার্ল ফ্রেন্ড ছিলেন কতজন?

বৃহস্পতিবার জি নিউজের খবর, প্রায় ৮ জনের সঙ্গে ‘ডেট’ করেছেন ডোনাল্ড ট্রাম্প- যার মধ্যে রয়েছেন মার্কিন ফ্যাশন মডেল ও অভিনেত্রী কারা ইয়ং থেকে শুরু করে এ তালিকায় রয়েছেন কাইলি ব্যাকস, রাওয়ানে ব্রিওয়ার লেন, গ্যাব্রিয়েলা সাবাতিনি, আলিসন গিয়ানিনি, ক্যান্ডিস বার্গেন, এনা নিকোল স্মিথ এবং কার্লা ব্রুনি।

ট্যাগ: Banglanewspaper ট্রাম্প ডেট বান্ধবী নামের তালিকা