banglanewspaper

খোকসা প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসার আমবাড়ীয়া ইউনিয়নের কুঠিপাড়া গ্রামে তাসমিয়া আক্তার (৪) নামের এক শিশুর কুকুরের কামড়ে মৃত্যু হয়েছে। গত আড়াই মাস আগে ভ্রাম্যমান কুকুর নিজ বাড়ির কল পাড় থেকে শিশুটির কামড় দেয়।

শিশুটির চাচা বলেন, চিকিৎসার জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চারটি ইনজেকশন দেওয়ার কথা থাকলেও ভুলবশত ২ টি ইজেকশন দেয়া বাদ থাকে। পরবর্তীতে গত শনিবার শিশুটি খাবারের সময় সব কিছুই খায়, কিন্তু পানি পান করতে গেলেই ভয় পায়। এই লক্ষণ দেখে বাড়ির সদস্যরা চিকিৎসকের কাছে নিয়ে যায়।

রবিবার দুপুর ২ টার সময় পাংশা উপজেলায় মাছপাড়ায় শিশুটি মারা যায়। তাসমিয়া আক্তার আমবাড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান মুরহুম নুরুল ইসলামের নাতনি। 

ট্যাগ: Banglanewspaper খোকসা কুকুরের কামড় শিশু