banglanewspaper

এবার পকেটেই ঢুকে যাবে আস্ত কম্পিউটার। আশ্চার্যের হলেও এটাই সত্যি। খুব শীঘ্রই এমনই এক কম্পিউটার আসছে যা মাউসের আকৃতির। আরও ভালোভাবে বলতে গেলে মাউসের ভিতরেই থাকবে একটা আস্ত কম্পিউটার। সম্পূর্ণ তারবিহীন এই কম্পিউটারে থাকবে দুটি ফুল সাইজ ইউএসবি পোর্ট, ১.৪ গিগাহাটর্জ কোয়াড কোর প্রসেসর, ১২৮ জিবি ইন্টারনাল স্টোর, ৮০২.১১ বি/জি/এন ওয়াই ফাই।

এছাড়া থাকবে তার বিহীন এইসডিএমআই রিসিভার এবং আছে বিশেষ মাউস প্যাড যার উপরে এটি রাখলেই ওয়্যারলেস পদ্ধতিতে চার্জ হতে থাকবে এটি। যেকোন স্থানে এই কম্পিউটার চালান যাবে বলে জানান হয়েছে সংস্থার তরফে। তবে এই মাউস কম্পিউটারে কোন কি-বোর্ড থাকবে না। তাই এই কম্পিউটারের জন্য কি-বোর্ডকে আপনাকে সাথে নিয়ে নিতে হবে। এখন দেখার নয়া এই মাউস কম্পিউটারটি গ্যাজেটপ্রেমীদের কাছে কতটা জনপ্রিয় হয়।

ট্যাগ: