banglanewspaper

বাংলাদেশের চলমান সঙ্কট নিরসনে বিরোধী দলের সাথে আলোচনায় বসার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি-মুন।

ওয়াশিংটনের স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। বৃহস্পতিবার ওয়াশিংটনে অবস্থান করছিলেন জাতিসংঘ মহাসচিব।

জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক সাংবাদিকদের জানান, বাংলাদেশের উন্নয়ন ও দীর্ঘমেয়াদে স্থিতিশীলতার জন্য জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ সরকারকে বাস্তবসম্মত উপায়ে পরিস্থিতির উন্নয়ন ঘটাতে এবং বিরোধীদের সঙ্গে গঠনমূলকভাবে সম্পৃক্ত থাকতে উৎসাহ দিয়েছেন। তিনি বিরোধী দলের সাথে আলোচনায় বসার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

ট্যাগ: