banglanewspaper

৮টি বিষয়ে ১৭ জন শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

পদের নাম ও সংখ্যা :  

১) সহকারী অধ্যাপক/প্রভাষক (ম্যানেজমেন্ট বিভাগ), একজন

২) প্রভাষক (ম্যানেজমেন্ট বিভাগ), একজন

৩) প্রভাষক (ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগ), তিনজন

৪) প্রভাষক, (ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ), তিনজন

৫) প্রভাষক (আধুনিক ভাষা ইনস্টিটিউট), তিনজন

৬) প্রভাষক (ইনস্টিটিউট অব এডুকেশন রিসার্চ), একজন

৭)  প্রভাষক {শিক্ষা, কলা, সমাজ বিজ্ঞান শাখা (ইনস্টিটিউট অব এডুকেশন রিসার্চ)}, দুইজন

৮) প্রভাষক (ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিভাগ), তিনজন

বেতনস্কেল : সহকারী অধ্যাপক (জাতীয় বেতন স্কেলে ৬ষ্ঠ গ্রেড), প্রভাষক (জাতীয় বেতনস্কেল ৯ম গ্রেড) অনুযায়ী বেতন দেওয়া হবে।

আবেদন ফরম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের http://htt://www.cu.ac.bd এই ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদনের শেষ তারিখ : ২৬/০২/২০১৮

বিস্তারিত বিজ্ঞপ্তিতে...

ট্যাগ: Banglanewspaper চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়োগ