banglanewspaper

ক্রীড়া ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে ফ্রাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে দুর্নীতির প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ।

ওই টুর্নামেন্টে ব্যাটসম্যানদের উইকেট বিলিয়ে দিয়ে আউট হওয়ার ঘটনায় বিশ্ব জুড়ে তোলপাড় শুরু হয়েছে। ওই ম্যাচটির পরই মাঝপথেই বন্ধ করে দেয়া হয়েছে টুর্নামেন্ট। 

আইসিসি জানিয়েছে, এ টুর্নামেন্টে দুর্নীতির প্রমাণ পাওয়া গিয়েছৈ। এ বিষয় তদন্ত চলছে। তবে শাস্তির ব্যাপারটি ছেড়ে দেয়া হবে দুর্নীতিতে জড়িত খেলোয়াড়দের নিজ নিজ বোর্ডের ওপর। 

‘আজমান অল স্টার ইভেন্ট’ নামে এই টুর্নামেন্ট আয়োজনে আইসিসির অনুমোদন ছিল না। অনুমোদন ছিল না এমিরেটস ক্রিকেট বোর্ডেরও (ইসিবি)। তাই দুর্নীতি দমন বিধির অধীনে শাস্তির ব্যবস্থা করা সম্ভব নয় বলে জানিয়েছে আইসিসি।

তবে সংস্থার গভর্নিং বডি পুরো বিষয়টি তদন্ত করবে এবং ইভেন্টের আয়োজকদের শনাক্ত করার চেষ্টা করবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে।

ট্যাগ: Banglanewspaper ক্রিকেট দুর্নীতি আইসিসি