banglanewspaper

নিজস্ব প্রতিবেদকঃ সুবিধাবঞ্চিত শিশুদের জীবনমান উন্নয়ন ও লেখাপড়ার সুযোগ নিশ্চিতের লক্ষে গঠিত ‘শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র’ গাইবান্ধা জেলার লক্ষীপুর ইউনিয়নের মৌজা মালিবাড়ি গ্রামের অসহায় ও দরিদ্র পরিবাবের শিশুদের শিক্ষা নিশ্চিত করার লক্ষে এসপিবিকে’র নিজস্ব স্কুল (এসপিবিকে শিক্ষালয়) -এর ভবন নির্মানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক আব্দুল্লাহ আল নোমান।

এ সময় নোমান বলেন, “উক্ত স্কুলে নির্বাচিত ১৫০ জন শিশুর পড়ালেখা সহ তাদের সকল দায়িত্ব এসপিবিকে বহন করবে।”

এ বিষয়ে ‘শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র’র চেয়ারম্যান ডাঃ সৈয়দ মিজানুর রহমান বলেন, “এটিই আমাদের প্রথম নিজস্ব স্কুল এবং নিজস্ব জমিতে ভবন নির্মান করা হচ্ছে। যেখানে আমাদের সাংস্কৃতিক বিভাগের পরিচালক সুজাউর রহমান শীষ তার নিজ জমি প্রতিষ্ঠানের স্কুল করার জন্য দান করেছেন, খুব শীঘ্রই ভবন নির্মানের কাজ সমাপ্ত করে উদ্বোধন করা হবে।”

এ সময় উপস্থিত ছিলেন শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র’র সাংস্কৃতিক বিভাগের পরিচালক এ কে এম এস সুজাউর রহমান শীষ, SPBK ইন্সটিটিউট এর পরিচালক এম এস আই আকন্দ জাবির, সিদ্দিকুর রহমান সেলীম আরো অনেকে।

ট্যাগ: Banglanewspaper শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র ভিত্তিপ্রস্তর উদ্ধোধন