banglanewspaper

আব্দুর রহিম: রাজশাহী নগরের বুলনপুরে বঙ্গবন্ধু হাইটেক পার্কের জন্য ব্যক্তিমালিকানাধীন ৪ দশমিক ১১ একর জমি অধিগ্রহণ না করেই নির্মাণকাজ শুরু করায় তা বন্ধে উচ্চ আদালতের আদেশ না মানায় সংশ্লিষ্ট তিন কর্মকর্তার বিরুদ্ধে রুল জারি করেছেন হাইকোর্ট। আদালতের রায় অমান্য করায় কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়ে রাজশাহী জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা, দায়িত্বপ্রাপ্ত আইসিটি) ও রাজশাহী গণপূর্ত বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলকে চার সপ্তাহের মধ্যে জবাব দিতেও বলেছেন হাইকোর্ট। হাইকোর্টের বিচারক মামনুর রহমান ও বিচারক আশিষ রঞ্জন দাস এ রুল জারি করেন। মঙ্গলবার দুপুরে রাজশাহী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ভুক্তভোগী জাহাঙ্গীর আলম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাহাঙ্গীর আলম বলেন, বুলনপুরে ৪ দশমিক ১১ একর সম্পত্তি তাঁদের নিজস্ব সম্পত্তি। কিন্তু ওই সম্পত্তি অধিগ্রহণ বা অধিগ্রহণ বাবদ ক্ষতিপূরণ না দিয়ে রাজশাহী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশল দপ্তর-২ থেকে সেখানে বঙ্গবন্ধু হাইটেক পার্ক নির্মাণকাজ শুরু করেছে। এ ব্যাপারে উচ্চ আদালতে মামলা বিচারাধীন। এ নিয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করলে আপিল বিভাগ ওই জমিতে স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা জারি করেন। তবে আদালতের নির্দেশ অমান্য করে সেখানে স্থাপনা নির্মাণকাজ এখনো অব্যাহত রয়েছে। জমিতে পুকুর ভরাট, গাছপালা কর্তন, ড্রেন খনন করা হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

আদালতের আদেশ অমান্য করে নির্মাণ কাজ চলমান রাখায় গত ২১ জানুয়ারি হাইকোর্ট রুল জারি করেছেন। আদালতের রায় অমান্য করায় কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়ে রাজশাহী জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা, দায়িত্বপ্রাপ্ত আইসিটি) ও রাজশাহী গণপূর্ত বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশল দপ্তরকে চার সপ্তাহের মধ্যে জবাব দিতেও বলেছেন হাইকোর্ট।

সংবাদ সম্মেলন থেকে এ ব্যাপারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের আশু হস্তক্ষেপ কামনা এবং পুকুর ভরাট, গাছপালা কর্তন, ড্রেন খনন কাজ বন্ধের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্তদের মধ্যে আব্দুল জাব্বার শেখ, ভাতিজা বাবুল হোসেন, নাজমুল হোসেন উপস্থিত ছিলেন।
 

ট্যাগ: banglanewspaper রাজশাহী হাইকোর্ট আদালত