banglanewspaper

মো. নজরুল ইসলাম, বশেমুরবিপ্রবি: আজ বিকাল ৫ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মাঠে আন্তঃ বিভাগ ভলিবল ফাইনাল খেলায় জয় লাভ করে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ।

বিশ্ববিদ্যালয়ে এবছর ভলিবল ফাইনাল খেলায় মুখোমুখি হয় বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ ও ইংরেজি বিভাগ।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডঃ খোন্দকার নাসিরউদ্দিন সহ লোকপ্রশাসন বিভাগ ও ইংরেজি বিভাগের শিক্ষক মন্ডলী। উপাচার্য  তার রিসার্ভ এর মাধ্যমে খেলা উদ্বোধন করেন। দুই পক্ষের খেলোয়াড়দের হাড্ডাহাড্ডি লড়াই এর এই খেলায় ইংরেজি  বিভাগ জয়লাভ করে। খেলা শেষে উপাচার্য মহোদয় ইংরেজি বিভাগের হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্সআপ লোকপ্রশাসন বিভাগের এর হাতে ট্রফি তুলে দেন।

আজকের খেলায় সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত হয় ইংরেজি বিভাগের নোমান শেখ এবং সিরিজের সেরা খেলোয়াড় হিসেবে ইংরেজি বিভাগের মোস্তাফিজুর রহমান।

এসময় ক্রিয়া কমিটির সদ্যস্য সচিব বাবুল মন্ডল বলেন শিক্ষার্থীদের স্বাস্থ্য ভালো রাখতে হলে নিয়মিত পড়াশুনার পাশাপাশি খেলাধুলা করা প্রয়োজন। এতে সুসাস্থের সাথে মানসিক ও আবেগিক উন্নতি ঘটে এতে করে পরবর্তিতে শিক্ষার্থীরা সমাজ গঠনে ভুমিকা রাখতে পারবে তাই  বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডঃ খোন্দকার নাসিরউদ্দিন স্যারের সহযোগিতায় আমরা সকল খেলাধুলার আয়োজন করে থাকি।

অবশেষে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ক্যম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা। এই আনন্দ মিছিলে অংশগ্রহণ করে ইংরেজি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

ট্যাগ: Banglanewspaper বশেমুরবিপ্রবি ভলিবল চ্যাম্পিয়ন ইংরেজি বিভাগ