banglanewspaper

ক্রীড়া ডেস্ক : পাওলিনহো ও কুতিনহোর পর এবার বার্সায় যোগ দিচ্ছেন আরেক ব্রাজিলিয়ান। অনেক দিন ধরেই শুনা যাচ্ছিল গ্রেমিওর মিডফিল্ডার আর্থারকে দলে ভিড়াতে চায় কাতালান ক্লাব। আগামী দুই একদিনের মধ্যেই চুক্তি সম্পন্ন হবে এ ব্রাজিলিয়ানের। 

 

এই খেলোয়াড়ের দল-বদলের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ব্রাজিলিয়ান ক্লাবটির সভাপতি। মূলত গত বছর গ্রেমিওর কোপা লিবার্তাদোরেস শিরোপা জয়ে দারুণ অবদান রাখার পর থেকেই আর্থারের প্রতি আগ্রহ জন্মায় বার্সেলোনা।

ফুটবলের ওয়েবসাইট গোলডটকমের তথ্য মতে, ২১ বছর বয়সী ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে দলে নিতে মোট ৪০ মিলিয়ন ইউরোর মত খরচ হবে বার্সেলোনার।

নতুন এই তারকার বার্সার ক্লাবে যোগ দেবার বিষয়ে গ্রেমিওর সভাপতি রমিলদো বলজান সাংবাদিকদের বলেন, এই দল বদলের বিষয়টা মোটামুটি শেষ হওয়ার দিকে রয়েছে। যদিও নথিগুলো এখন সই করা হয়নি। তবে এই দল-বদল চূড়ান্ত ধাপে পৌঁছেছে। আশাকরি, আগামীকাল বা পরশুদিনের মধ্যে পুরো কাজটি সম্পন্ন হয়ে যাবে।

ট্যাগ: banglanewspaper বার্সা ব্রাজিলিয়ান