banglanewspaper

আফগানিস্তানের পশ্চিমে ফারাহ প্রদেশে তালেবান জঙ্গিরা দেশটির সেনাবাহিনীর ওপর হামলা করেছে। রয়টার্স প্রাথমিকভাবে ১৮ জন নিহত হওয়ার খবর পেলেও, পরে বিবিসি জানিয়েছে নিহতের সংখ্যা অন্তত ২৪ জন। আফগান সেনাবাহিনী হামলার শিকার হওয়ার সঙ্গে সঙ্গে বিমান থেকে পাল্টা হামলা করার ব্যবস্থা নেয়। আফগান তালেবানের দাবি, তাদের হামলায় কমান্ডোসহ ৫৩ জন সেনাসদস্য হতাহত হয়েছে। অন্যদিকে, সেনাবাহিনীর বিমান হামলায় নিহত তালেবান জঙ্গির সংখ্যা প্রায় ২৫ জন।

বালা প্রদেশে গত দু’সপ্তাহে এ নিয়ে একই ধরণের পৃথক হামলার ঘটনা ঘটেছে। এর আগেও ওই প্রদেশের একটি সেনা ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র দোওলত ওয়াজিরি রয়টার্সকে জানিয়েছেন, সাম্প্রতিক হামলায় বিশেষ বাহিনীর চার সদস্য নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় প্রাদেশিক কাউন্সিলের প্রধান ফরিদ বাখতাওয়ার জানিয়েছেন, আফগান নিরাপত্তা বাহিনীর বিমান হামলায় ২৫ জঙ্গি নিহত হয়েছে। তালেবানের এক মুখপাত্র সামাজিক মাধ্যমে দাবি করেছেন, জঙ্গিদের হামলায় ৫৩ সেনা সদস্য হতাহত হয়েছেন।

ট্যাগ: banglanewspaper আফগানিস্তান সেনাবাহিনী