banglanewspaper

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার জায়গায় দেশটির নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রধান মাইক পম্পেওকে নিয়োগ দেয়া হয়েছে। খবর বিবিসি, এবিসি অ্যাকশন নিউজের।

সিআইএ’র ডেপুটি পরিচালক জিনা হাসপেল পম্পেও’র স্থলাভিষিক্ত হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার সকালে এক টুইট বার্তায় ডোনাল্ড ট্রাম্প নিজেই এ খবর জানিয়েছেন। ওই টুইট বার্তায় তিনি লিখেন, সিআইএ’র পরিচালক মাইক পম্পেও আমাদের নতুন পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন। তিনি খুব ভালো কাজ করবেন। আপনার সেবার জন্য ধন্যবাদ রেক্স টিলারসন। জিনা হাসপেল সিআইএ’র নতুন পরিচালক হবেন। তিনিই সংস্থাটির প্রথম নারী পরিচালক। সবাইকে শুভেচ্ছা!

এছাড়া, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর প্রথম নারী পরিচালক হিসেবে গিনা হ্যাসপেলের নাম সুপারিশ করেছেন ট্রাম্প। এক বিবৃতিতে ট্রাম্প বলেন, সিআইএ পরিচালক মাইক পম্পিওকে নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়ে আমি গর্বিত।

তিনি ওয়েস্ট পয়েন্টে প্রথমস্থান নিয়ে স্নাতক শেষ করেছেন। সেনাবাহিনীতে দায়িত্বপালন করেছেন। হার্ভাড থেকে আইনে স্নাতক করেছেন। তিনি বারবার নিজেকে প্রমাণ করেছেন।

 

ট্যাগ: banglanewspaper ট্রাম্প মার্কিন