banglanewspaper

তপন কুমার সরকার, আত্রাই(নওগাঁ) প্রতিনিধি: গঙ্গা স্নানে পাপমুক্ত হওয়া যায় সে বিশ্বাসে নওগাঁর আত্রাই উপজেলাধীন বলরামচকে স্নানোৎসব অনুষ্ঠিত হয়েছে।

অাজ বৃহস্পতিবার আত্রাই, রাণীনগর ও বাগমাড়া এই তিন উপজেলার ৫২টি গ্রাম নিয়ে গঠিত বলরামচক কেন্দ্রীয় মহাশ্মশান প্রাঙ্গনে সকাল ৮টা থেকে স্নানোৎসব শুরু হয়।

মেলা পরিচালনা কমিটির সাধারন সম্পাদক অনিল কুমার সরকার বলেন, ভক্তদের জন্য বিশুদ্ধ খাবার জল, প্রসাব-পায়খানা এবং মহিলাদের স্নান শেষে কাপড় ছাড়ার ব্যবস্থা করা হয়েছে।

কমিটির উপদেষ্টা বরুন কুমার সরকার ও সনৎ কুমার প্রামানিক জানান, দাদা দাদুদের মুখে এই ঐতিহ্যবাহী বলরামচকে স্নানের কথা শুনতাম।আত্রাই, রাণীনগর ও বাগমাড়া এই তিন উপজেলার ৫২টি গ্রাম নিয়ে গঠিত বলরামচক কেন্দ্রীয় মহাশ্মশান প্রাঙ্গনে প্রতি বছরের ন্যায় এবারও উৎসবমুখর পরিবেশে দিনটি উদ্যাপিত হচ্ছে। সকলের সার্বিক সহযোগিতা পেলে এর ধারা বাহিকতা অব্যাহত থাকবে বলে আশা করছি।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন বলেন, এখানে বৃহত অনুষ্ঠানের কথা শুনেছি এবং অনুষ্ঠানকে ঘিরে কোনরুপ আইন শৃংখলার অবনতি যেন না ঘটে সে ব্যাপারে সজাগ আছি।

ট্যাগ: Banglanewspaper আত্রাই বলরামচ স্নানোৎসব