banglanewspaper

তুমি আসলে অদ্ভুত

শাফিউল কায়েস

 

তোমাকে দেখতে আমার অদ্ভুত লাগে

 যদি বলো কেন?

 এর উত্তর আমার জানা নেই।

সত্যি বলছি এর উত্তর আমার জানা নেই।

 

তোমাকে দেখলে শিহরণ জাগে,

আমার হৃদয় ভাগে।

 

তুমি,আসলেই অপরুপ সৃষ্টি!

তোমার দিকে তাকালে

ফিরাতে পারিনা দৃষ্টি।

 

শুধু তোমাকে দেখলে,

ভুলে যাই সবকিছু।

শুধু তোমাকে দেখলে,

মন নিতে চায় তোমার পিছু।।।

ট্যাগ: Banglanewspaper তুমি আসলে অদ্ভুত শাফিউল কায়েস